বৃহস্পতিবার

কারামুক্ত হয়েই খালেদার সঙ্গে দেখা করলেন রিজভী




জামিনে কারামুক্ত হয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (১৯ অক্টোবর) রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খালেদার সাথে দেখা করতে যান রিজভী। এসময় রিজভী আহমেদ খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন।

নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বুধবার জামিন পাওয়ার পর দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন বিএনপির এই শীর্ষ নেতা।

এর আগে গত ১৩ অক্টোবার রমনা থানায় নাশকতার মামলায় ৬ মাসের জামিন পান রিজভী। ওই দিন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

অপরদিকে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নাশকতার অভিযোগে করা পৃথক ৫ মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ জানুয়ারি মৎস্য ভবন মোড়ে বাসে অগ্নিসংযোগ ও এক পুলিশ কর্মকর্তা মৃত্যুর ঘটনায় রিজভীর বিরুদ্ধে রমনা মামলা দায়ের করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন