
গানের পড়শী এবছর একেবারেই আড়ালে ছিলেন। কিন্তু চুপচাপ থেকেও ছিলেন আলোচনার শীর্ষে। বেছে বেছে কাজ করার বিনিময় যতগুলো গান কণ্ঠে তুলেছেন তার প্রায় সবগুলোই পেয়েছে সমান জনপ্রিয়তা।
২০১৫ শুরু হয়েছিলো কনসার্ট দিয়ে। টানা একমাস কনসার্টে ব্যস্ত ছিলেন তিনি। পাশাপাশি এবছর প্রকাশিত পড়শীর সিঙ্গেল ট্র্যাক ‘জয় হবেই হবে’র মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য ঘুরেছেন সারা বাংলা।
বছরের মাঝামাঝি সময়ে প্রকাশ পায় ‘জয় হবেই হবে’। বাংলাদেশকে উৎসর্গ করে গাওয়া গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন ইমরান। প্রকাশের পরপরই শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে যায় গানটি।
গেয়েছেন বেশ কয়েকটি চলচ্চিত্রের গান। এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে জনপ্রিয় সংগীত তারকা হাবিবের সাথে ‘মনের দুয়ার’ এবং হৃদয় খানের সাথে ‘তুমি আমার’ শিরোনামের গানে কণ্ঠ দেন। দুটি গানই এবছরের জনপ্রিয় গানের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এছাড়া অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ ছবিতে ইবরার টিপুর সুরে একটি গান করেন তিনি।
আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবিতে নাভেদের সুরে একটি গানে কণ্ঠ দেন। এই গানটিও পেয়েছে সমান জনপ্রিয়তা। বাংলাদেশের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র ‘ডিটেকটিভ’এ একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দেন তিনি। গানটির সংগীতায়োজন করেন হৃদয় খান।
এবছরই তিনি রবীন্দ্রসংগীত গেয়ে আলোচনায় আসেন। গানটি প্রকাশ পাবে ২০১৬র জানুয়ারিতে।
প্রথমবারের মতো গায়িকার সাথে চলচ্চিত্রে নায়িকা হিসেবে নাম লেখান তিনি। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি আগামী মুক্তি পাবে আগামী বছর।
এছাড়াও একজন সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষাজীবনের দায়িত্ব নেন তিনি।
এরবাইরে সারা বছর জুড়ে সবচেয়ে বেশী আলোচনায় ছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিয়ে। কারণ প্রায় প্রতিটা মাধ্যম থেকেই এবছর পেয়েছেন নীল টিক পড়শী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন