থিবীতে বিচিত্র প্রাণীর অভাব নেই। এমনই বিচিত্র এক ধরনের মোরগ রয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে আইয়াম সিমানি নামে কালো রংয়ের এক জাতের মোরগ আছে। এই জাতের মোরগ অন্য কোথাও নেই। আর এ কারণেই এই মোরগের চাহিদাও অনেক বেশি।
কালো রংয়ের এই মোরগকে আইয়াম সিমানি (Ayam Cemani) নামে ডাকা হয়। ইন্দোনেশিয়ার ভাষায় আইয়াম মানে মুরগী আর জাপানি ভাষায় সিমানি অর্থ ‘সম্পূর্ণ কালো’। এই অদ্ভুত জাতের মোরগের আদি আভাসস্থল ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে। এই মোরগের শরীরটাই শুধু কালো নয়, এদের আগাগোড়া সবই কালো। অর্থাৎ পালক, মাথার ঝুটি, ঠোঁট, নখ ,পা সবই কালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন