মঙ্গলবার

চুম্বন বৃষ্টি! (ভিডিও)

বিনোদন ডেস্ক: মেঘ না চাইতেই বৃষ্টি! চুম্বন বৃষ্টি। ৯ ডিসেম্বর আসছে ‘বেফিকর।’ সঙ্গে আসছে চুম্বন বৃষ্টি। বলিউডের কোনও সিনেমায় এখনও পর্যন্ত এত চুমুর দৃশ্য নেই বলেই দাবি করছে রণবীরের ফ্যানেরা। সামনে রাখছে প্রমাণও।
একদিকে রণবীর সিং, অন্যদিকে বাণী কাপুর। যশ রাজের ব্যানারে আদিত্য চোপড়ার প্রযোজনা ও পরিচালনায় ডিসেম্বরে রিলিজ করতে চলেছে ২০১৬ বর্ষের সবথেকে প্রতিক্ষিত বলিউড ছবি ‘বেফিকর।’ আর দুমাস আগে অক্টোবরে প্রকাশিত হল সিনেমার ট্রেলর।
২ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলর ইউটিউবে এখন ভাইরাল। লাখ লাখ চোখ এখন পলক না ফেলে বুদ হয়েছে ‘বেফিকর’ ট্রেলরে। ট্রেলরে শুধুই ঝলক, ‘পিকচার আভি বাকি হে!’ দেখুন ‘বেফিকর’ ট্রেলর-
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন