বৃহস্পতিবার

মিরাজে মুগ্ধ হয়ে টুইট করলেন অশ্বিন


টেস্ট অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে ঝড় তুলেছেন টাইগার মেহেদী হাসান মিরাজ। প্রথম দিনের খেলা শেষ না হতেই ২৭ ওভার বল করে নিয়েছেন ৪ উইকেট। মিরাজের  এমন বোলিং দেখে অশ্বিনের নজর কেড়েছেন।
তাইতো অশ্বিন নিজের  টুইটারে  লিখেছেন, ‘এই অফস্পিনারটা খুব ভালো। মেহেদি হাসান।’ অভিষেক টেস্টেই অশ্বিনের মতো স্পিনারের প্রশংসা কুড়ানোটা নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে মিরাজকে।
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে মিরাজের নামটা ঘুরছিল বেশ কিছুদিন ধরেই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মিরাজের দারুণ নৈপুণ্য ও অধিনায়কত্বেই ফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটেও ভালো নৈপুণ্য দেখিয়েছেন ধারাবাহিকভাবে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই তাই মিরাজকে টেস্ট দলে জায়গা দিয়েছিলেন নির্বাচকরা। সেই আস্থার প্রতিদানও দারুণভাবে দিচ্ছেন তরুণ এই অলরাউন্ডার।
বর্তমানে টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান আছে অশ্বিনের দখলে। দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। আগামীতে হয়তো তাঁদের পাশেই দেখা যেতে পারে মিরাজের নাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন