
বিনোদন ডেস্ক: বড় পর্দায় খুব বেশি ভাব জমাতে না পারলেও তার সৌন্দর্য নিয়ে একেবারেই কোনও কথা হবে না৷ এখন তিনি ৫০-এর কোটা ছুই ছুঁই৷ তবুও অনায়াসেই ঘায়েল করতে পারেন নিউ জেনারেশনকে৷
বলিউডে ছোটোখাটো অনেক দৃশ্যই অভিনয় করেছেন তিনি৷ আর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন তিনি অনেকেরই স্বপ্নচারিনী৷ সম্প্রতি তেমনই এক ফ্যানের থেকে একেবারে বিয়ের প্রস্তাব পেলেন ট্যুইটারে৷
টিসকার এক ফ্যান তাঁর উদ্দেশ্যে ট্যুইট করে জিজ্ঞেসা করেন টিসকা তাঁকে বিয়ে করতে রাজী কিনা৷ বেশ বুদ্ধির সঙ্গে ব্যাপারটা সামলান টিসকা৷ ফ্যানকে রি-ট্যুইট করেন ‘আমাকে এক্ষুনি আপনার ডিটেইলস পাঠান, কারন আমার বরও জানতে চায় আমি কার জন্য তাঁকে ছাড়তে চলেছি৷’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন