
স্পোর্টস আপডেট ডেস্ক- মুস্তাফিজের বল খেলার কায়দা আজ অবধি বের করতে পারেনি তাবত ক্রিকেটবিশ্ব। এরই মধ্যে দৃশ্যপটে হাজির হলেন আরেক ‘বালক-বীর’ ১৯ বছর বয়সী মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ড বধে তাঁর অবদান উল্লেখ করার মতো।
অভিষেকের দুই টেস্টে একাই ১৯ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটের নজরে এসেছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজকে তো ইতিমধ্যে ইংলিশ দর্শকরা নাম দিয়েছেন ‘মিস্টার সিক্স’। ভক্তরা থেকে শুরু করে ক্রিকেটের রথী-মহারথীরা যখন মিরাজের প্রশংসায় পঞ্চমুখ। ঠিক তখন নতুন আলোচনার জন্ম দিল কলকাতার প্রভাবশালী আজকাল পত্রিকা। ‘অটো চালকের ছেলের হাতে ইংল্যান্ড হেরে গেলো।’ এমন শিরোনামে একটি সংবাদ ছাপানো হয়েছে আজকাল পত্রিকাটিতে। যেটি লিখেছেন ক্রিকেটের সিনিয়র সাংবাদিক দেবাশিষ দত্ত।

তাছাড়া অভাবের সংসার টানতে অটো চালাতেন মিরাজের বাবা। এমন বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে সংবাদটি প্রচার করা হয়েছে। যেখানে মিরাজের একক নৈপুণ্য অনেকাংশেই চাপা পড়ে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন