শনিবার

এক ছবিতেই ফেঁসে গেলেন তাসকিন


বছর দুয়েক আগে এক প্রোগ্রামে তাসকিনের প্রথম দেখা হয়েছিল চিত্রনায়িকা জান্নাতের। আবদ্ধ হয়েছিলেন ছবির ফ্রেমেও। সেই ছবিই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাসকিনের জন্য। কারণ ছবি যে দেখেছেন তাসকিনের বাবাও। শুধু যে দেখেছেন তাই নয় রিতিমত আক্রমন করে বসেছেন তাসকিনকে এই বলে যে, ‘কিরে নায়িকার প্রেমে পড়েছিস শুনলাম!’
পরে তাসকিন জান্নাতকে অবাক হয়েই বলেছিল, এতজনের সঙ্গে ছবি তুললাম নিউজ হয় না তোমার সঙ্গে ছবি তুলেই নিউজ হলো। এ প্রসঙ্গে জান্নাত অবশ্য বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমার প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদ। বছর দুয়েক আগে এক প্রোগ্রামে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা। তাসকিন সামনাসামনি আসতেই সেলফির আবদার করলাম। পাশ থেকে নায়ক নীরব টিপ্পনি কেটে বললেন, ‘তাসকিনের সঙ্গে ছবি তোলা যাবে না।’ কথাটা শুনে তাসকিন নিজে থেকেই বললেন, ‘আসো আসো সেলফি তুলি।’ এছাড়াও জান্নাত আরও বলেন, ‘ছবিটা ফেসবুকে ইনবক্স করেছিলাম তাসকিনকে। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হয়। একসময় নিয়মিতই তাসকিনের ছবি ফেসবুকে শেয়ার দিয়ে শুভকামনা জানাতাম। এ নিয়ে বেশ বিড়ম্বনায়ও পড়তে হয়েছে। ওর জন্মদিনে ‘সুইট হার্ট’ লিখে স্টেটাস দিয়েছিলাম। তারপর আর যায় কোথায়! অনলাইন পত্রিকায় নিউজের ছড়াছড়ি, ‘তাসকিনের প্রেম মিষ্টি জান্নাত’। আমি কিন্তু কথাটা মজা করে লিখেছিলাম’।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন