
ভারত: ভারতের শিলিগুড়িতে বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা করার অভিযোগে এক নারীসহ ৩ জনকে পুলিশে ধরিয়ে দিয়েছে জনতা।
শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের ইস্কন রোডের স্থানীয় বরো অফিস সংলগ্ন মনিরাম পারেখের বাড়ি থেকে তাদের আটক করে ভক্তিনগর থানার পুলিশ৷
স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে এই বাড়িতে দেহব্যবসার আসর বসত। বাড়ির নিচে বিউটি পার্লারের আড়ালে এই চক্রের আসর বসানো হতো। এদিন স্থানীয়রা একজোট হয়ে এর প্রতিবাদ জানায়৷ এরপরই ওই বাড়িতে ঢুকে হাতেনাতে ৩ জনকে ধরে ফেলেন তারা। এরপর পুলিশকে খবর দেয়া হয়৷ ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্তদের আটক করে নিয়ে যায়। একই সঙ্গে বাড়ির মালিক মনিরাম পারেখকেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
ওয়ার্ড কাউন্সিলার সত্যজিৎ অধিকারী বলেন, বাড়িটিতে এই ধরনের কুকর্ম চলার খবর তাদের কাছে ছিলো না। এই এলাকার যাতে এই ধরনের কোনো চক্র না চলে তার দিকে খেয়াল রাখা হবে। পুলিশ প্রশাসনের কাছে তিনি আবেদন করেছেন যাতে তারা শিগগিরই এই ধরনের ব্যবসা বন্ধ করতে উদ্যোগী হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন