
বিনোদন ডেস্ক: কমল হাসানকন্যা শ্রুতি হাসান বলিউডে এখন বেশ আলোচিত নাম। অভিনেত্রী হিসেবে বেশ পাকা হলেও পোশাক সামলানোর ব্যাপারে বেশ কাঁচাই বলা যায় শ্রুতিকে। কারণ নিজের পোশাক নিয়ে অতীতে বেশ কয়েকবার বিপাকে পড়তে হয়েছে তাকে। এবারো তাই হলো। পোশাক নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন শ্রুতি।
সম্প্রতি একটি বলিউডভিত্তিক পার্টিতে একটি ছোট গাউন পরে হাজির হন এ অভিনেত্রী। অনেকটাই টপলেস এ গাউন সামলাতেই পারছিলেন না তিনি। বার বার কাঁধ থেকে পড়ে যেতে চাইছিল পোশাকটি। এক পর্যায়ে পার্টিতে সবার সামনেই তার গাউনটি কাঁধ থেকে পড়ে গিয়ে উন্মুক্ত হয়ে যায় বুক।
সঙ্গে সঙ্গে তিনি ওয়াশরুমে গিয়ে নিজের পোশাক ঠিক করার চেষ্টা করেন। শ্রুতির এমন কাণ্ডে বেশ অবাক হয়েছেন উপস্থিত সবাই। যে পোশাক সামলানো যায় না সেটা কেন বারবার পরেন শ্রুতি, এটা অনেকেরই প্রশ্ন। অনেকে আবার এটাকে আলোচনায় থাকার একটি উপায় বলেও অভিহিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন