প্রশ্নঃ স্ত্রীর যদি স্বামীর বীর্য পান করে ফেলে বা খেয়ে ফেলে তাতে কি কোন ক্ষতি আছে?
উত্তরঃ আমার জানা মতে বীর্যতে কোণ ক্ষতিকারণ পদার্থ নেই। তাই এটা স্ত্রী পান করে ফেললেও সমস্যা হবে না এমনকি বাচ্ছাও হবে না। কিন্তু সমস্যা এটা না, সমস্যা হচ্ছে, আপনার স্ত্রী কেনো আপনার বীর্য পান করতে যাবে? আপনি তো সঙ্গম করবেন তাঁর যোনিপথ দিয়ে, তাঁর মুখ ব্যবহার করে নয়? পর্ণ তারকাদের মতো আপনি যদি এটি আপনার স্ত্রীর সাথে করে থাকেন তাহলে এটি নিকৃষ্ট কাজ ব্যতীত আর কিছু হতে পারে না। বীর্য যেহেতু নাপাক বস্তু, তাহলে এটি পান করা ইসলামে হারাম। তাছাড়া এটি বিকৃত যৌনাচার। এটি কখনো সম্ভব সমাজের মানুষের যৌনাচার হতে পারে না। আশা করি এ থেকে আপনি ফিরে আসবেন এবং স্ত্রীকে নিজের ভোগের বস্তু না ভেবে নিজের অংশ মনে করবেন। আল্লাহ আপনাকে হেদায়াত দান করুণ। আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন