প্রশ্নঃ সহবাসের সময় স্ত্রীর যোনিপথ পিচ্ছল না হলে কি করা দরকার? আমাকে যোনিপথ পিচ্ছিল করার উপায় বলে দিলে উপকৃত হবো।ধন্যবাদ।
উত্তরঃ মিলনকালে যদি বেশ কিছুক্ষণ শৃঙ্গার করে তাহলে তৈলাক্ত দ্রব্য ব্যবহার ছাড়াই যৌনাঙ্গ পিচ্ছিল হবে। যতটা বেশি সময় ধরে চুম্বন, আলিঙ্গন ইত্যাদি করবেন, ততই মিলনে ব্যথা কম হবে। তবু যদি যোনিটি পূর্ণ পিচ্ছিল না হয়, তাহলে ভেসলিন, জেলি, গ্লিসারিন, নারিকেল তেল ইত্যাদি ব্যবহার করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন