সোমবার

বাংলাদেশের ক্রিকেট ভক্তের তৈরি অবহেলিত টাইগার একাদশ

 

গত ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য সোনার হরফে লিখে রাখার মতো। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে বিস্ময় উপহার দেয় বাংলাদেশ। পক্ষপাতমূলক আম্পায়ারিং না হলে সেমিফাইনালেও খেলা অসম্ভব ছিলো না।

এরপর দেশের মাটিতে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দৈত্যবধ। কি ছিলনা ওই একটি বছরে! টানা তিন সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। বছরজুড়েই ধরা দিয়েছে সাফল্যের নানা পালক। সাফল্যের এ ধারাবাহিকতা পরের বছরগুলোতে ধরে রাখতে পারবে তো বাংলাদেশ-এমন জিজ্ঞাসা নিয়েই শুরু হয় ২০১৬ সালে টাইগারদের পথচলা।

২০১৬ সালটি বাংলাদেশ দল কাটিয়েছে সাফল্য-ব্যর্থতাকে সঙ্গী করে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের আনন্দে যেমন ভেসেছে ক্রিকেটপ্রেমীরা আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩ বলে ২ রান করতে না পারার হতাশা কাঁদিয়েছে গোটা দেশের মানুষকে।

ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী হয়ে ওঠা বাংলাদেশ দল এবছর টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছে বেশি। ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়েছে বছরের শেষে এসে। তাতে ছিল সাফল্য-ব্যর্থতার মিশেল। পুরো বছরে একমাত্র টেস্ট সিরিজ খেলতে নেমেই দেখিয়েছে চমক। সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেয় পুরো বিশ্বকে। বাংলাদেশের ১৬ বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য বিবেচনা করা হচ্ছে ওই জয়কে।

বছরের একেবারে শেষ দিকে দেশের মাটিতে ওয়ানডে জয়ের ধারাবাহিকতা রাখা যায়নি বিদেশের মাটিতে। নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে রানের পাহাড়ে চাপা পড়ে বাংলাদেশ হারে ৭৭ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে কিউইদের অল্প রানে বেধে রাখলেও হতাশ করে বাংলাদেশের ব্যাটিং। হারতে হয় ৬৭ রানের ব্যবধানে। তৃতীয় ওয়ানডেতে হারতে হয় ৮ উইকেটের বড় ব্যবধানে। ফলে, বছরের শেষ দিনটি (৩১ ডিসেম্বর) হতাশায় শেষ হয়।

কিন্তু এই বছরের শেষ সময়ে এই হারের জন্য টাইগার ভক্তরা খুঁজে পাচ্ছেন ঠিক মতো টীম সিলেকশন না করার কারণে।তাদের মতে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ফরম্যাটেরই অভিজ্ঞ নাসির হোসেনকে না নেওয়া সহ বিপিএলে চমক মোহাম্মদ মিথুনের মতো ব্যাটসম্যানকে না নেয়াতেই একের পর এক ব্যর্থতা বলে মনে করেন তারা। তাই এই নিয়েই আজ টাইগার ভক্তরা বানিয়েছেন তাদের সেরা অবহেলিত টাইগার একাদশ। তাদের দাবি এরা খেললে বর্তমান জাতীয় দলকে অনায়সে হারিয়ে দিবে।

অবহেলিত টাইগার একাদশঃ

১.শাহারিয়ার নাফীস
২.এনামুল হক বিজয়
৩.আশরাফুল
৪.মমিনুল হক
৫.নাসির হোসেইন
৬.মোহাম্মদ মিথুন

৭.সোহাগ গাজী

৮. শফিউল ইসলাম

৯.আরাফাত সানি
১০.আল-আমিন হোসেইন
১১.রুবেল হোসেইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন