রবিবার

হস্তমৈথুনের সময় মাঝপথে বীর্য আটকালে কি ক্ষতির সম্ভাবনা আছে?

হস্তমৈথুনকালে বীর্য আটকালে ক্ষতিকি ?

জনপ্রিয় অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টাল আপনার ডক্টরের এই পোষ্টটি করা আপনাদের অনুরোধে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রিয় পাঠক তিনি আপনার ডক্টরের মেইলে মেইল করে প্রশ্ন করেছেন যে, হস্তমৈথুনের সময় মাঝপথে বীর্য আটকালে কি ক্ষতির সম্ভাবনা আছে?জনপ্রিয় অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টাল আপনার ডক্টর সেই প্রশ্নের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। চলুন হস্তমৈথুনের সময় মাঝপথে বীর্য আটকালে কোন ক্ষতির সম্ভাবনা আছে কিনা জানা যাক।

 

পাঠক প্রশ্ন: হস্তমৈথুনের সময় মাঝপথে বীর্য আটকালে কি ক্ষতির সম্ভাবনা আছে?
আপনার ডক্টরের উত্তর: যদি মাঝপথে (যখন মনে হবে আর একটু হস্তমৈথুন করলেই বীর্যপাত হবে) বীর্য আটকাতে সক্ষম হও, আটকাও; কোন ক্ষতি হবেনা। তবে বীর্য বের হবার মুহূর্তে যৌনাঙ্গে বা পেরিনিয়ামে (অণ্ডথলী ও মলদ্বারের মধ্যিখানের অঞ্চল) চাপ দিয়ে বীর্যস্খলন আটকাতে যেওনা, তাতে রেট্রোগ্রেড বীর্যস্খলন (বীর্য বের না হয়ে মূত্রথলীতে প্রবেশ করে) হতে পারে।

 

 

আপনার ডক্টর হেল্থ সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন, আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব। ধণ্যবাদ আপনার ডক্টর হেল্থ সাইটের সাথে থাকার জন্য।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন