সোমবার

ছোট আকারের পুরুষাঙ্গ সুদৃঢ় হলে কি অনেক বেশি দীর্ঘ হয়?

 

 

 

প্রশ্নঃ ছোট আকারের পুরুষাঙ্গ সুদৃঢ় হলে অনেক বেশি দীর্ঘ হয়

উত্তরঃ ছোট আকারের পুরুষাঙ্গের দৈর্ঘ্য উত্তেজিত অবস্থায় অনেক বেশি বেশি বেড়ে যায়। ২,৭৭০ জন পুরুষের লিঙ্গের আকারের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে ছোট আকারের পুরুষাঙ্গ উত্তেজিত অবস্থায় ৮৬% পর্যন্ত বৃদ্ধি পায়, যা বড় আকারের পুরুষাঙ্গের আকার বৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ (বড় আকারের পুরুষাঙ্গ উত্তেজিত অবস্থায় ৪৭% বাড়ে)।

 

 

গবেষণায় আরও দেখা গেছে উত্তেজিত অবস্থায় দুজন পুরুষের লিঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য অনুত্তেজিত অবস্থায় তাদের দৈর্ঘ্যের পার্থক্যের চাইতে কম হয়। অতএব দেখা যাচ্ছে যে উত্তেজিত অবস্থায় যদি পুরুষাঙ্গের দৈর্ঘ্যের মধ্যে খুব একটা পার্থক্য না থাকে তার মানে হচ্ছে অনুত্তেজিত অবস্থায় যেগুলোর আকার ছোট সেগুলো উত্তেজিত অবস্থায় অনেক বেশি বৃদ্ধি পাবে।

 

পুরুষাঙ্গ বিষয়ক কিছু অজানা তথ্যঃ

পেনিস বিষয়ক অনেকের অনেক রকম ধারনা রযেছে।তার ভিতর কোনটা জানেন, কোনটা জানেন না, কোনটা সঠিক, কোনটা সঠিক না তার পূনাঙ্গ ধারণা দিতে আমাদের আজকের এই পোষ্ট।
১। স্বাভাবিকভাবে পেনিসের দৈর্ঘ্য ৫.১ থেকে ৫.৯ ইঞ্চি হয়ে থাকে।
২। অনেকে মনে করেন পেনিস বড় হলে স্ত্রীকে বেশি আনন্দ দেওয়া যায়, আসলে তা সম্পূর্ণ ঠিক নয়। এক্ষেত্রে দেখতে হবে আপনার স্থায়িত্ব কত মিনিট। স্বভাবিকভাবে স্থায়িত্ব ৭ থেকে ১০ মিনিট হয়ে থাকে।

৩। প্রাকৃতভাবে পুরুষাঙ্গ একেবারে সোজা হয় না।একদিকে একটু বাঁকা থাকবে।
৪। অনেকে মনে করেন পেনিসের আগা মোট গোড়া চিকন বড় ধরণের সমস্যা। আসলে এটা তেমন কোন সমস্যা না।
৫। মনে রাখবেন পেনিস বড় করার জন্য কোন জাদুকরী তেল বা ঝাড় ফু একদম বানোয়াট।ককনো এমন ফাঁদে পড়বেন না।

সেক্স করতে পেনিস ভ্যাজাইনার কোথায় ঢোকাতে হবে? উপরে নিচে না মাঝ বরাবর এই ধরণের আরো কছিু প্রশ্ন ও উত্তর

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন