একসময় দুজনেই আর থাকতে না পেরে সেক্স করে ফেলি। তার পরদিন থেকে ও সিক (Sick)। বিছানা থেকেই উঠতেই পারছে না। । এটা কি আমাদের সেক্স করার কারনে হয়েছে? প্লিজ দ্রুত জানাবেন।
আশা করি ভালোই আছেন। ভাই খুব সমস্যায় পরে গেছি। আমার হবু বউ। ওর সাথে কিছুদিন পরই বিয়ে হবে। ইতিমধ্যেই আমরা ফোন কথা বলে খুব ফ্রি হয়ে গেছি।মাঝে মাঝে ঘুরতেও যাই।একসময় দুজনেই আর থাকতে না পেরে সেক্স করে ফেলি।সেটা ৭ দিন আগের ঘটনা। যে দিন করি ওইদিন সব ঠিকঠাক ছিল। তার পরদিন থেকে ও সিক (Sick)। বিছানা থেকেই উঠতেই পারছে না। । এটা কি আমাদের সেক্স করার কারনে হয়েছে?এখন আমার কি করার আছে প্লিজ হেল্প মি নাও…
আপনার ডক্টরের উত্তঃ যেহেতু প্রথমে সেক্স তাই অসুস্থ্য হওয়াটাও স্বাভাবিক।কারন মেয়েরা প্রথম মিলন করারপর কারো কারো সতিচ্ছেদ ছিঁড়ে রক্ত বের হয়, ব্যাথা হয়। অনেকের অাবার মাজায় ব্যাথা হয়। তাছাড়া অন্যান অারো বেশ কিছু সমস্যা হয়ে থাকে। অাপনি উল্লেখ করেছেন যে সেক্স করার ঠিক পরের দিন কোন সমস্যা হয়নি। অসুস্থ্য হয়েছিল দুদিনের মাথায়। তাই এটা সঠিকভাবে বলা যায়না যে সেক্সের কারণে অসুস্থ্য কিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন