আমার প্রেমিক আমার থেকে বয়সে ছোট। আমার একটি ছোটভাই আছে যে আমার থেকে ১৪ মাসের ছোট। আমার প্রেমিক আমার ছোটভাইয়ের থেকেও একমাসের ছোট। তাই আমার পরিবার আমাদের সম্পর্কটা কোনোভাবেই মেনে নেবে না। কিন্ত ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। এদিকে আমার বিয়ের কথাবার্তা চলছে। এখন আমি কী করব? সমাধান চাই।
দেখুন আপু, ৮ বছর পর্যন্ত যেহেতু সম্পর্কটি টিকে আছে, ধরে নেয়াই যায় যে আপনাদের সম্পর্কটি সফল। এবং সত্যি বলতে কি, বয়সে ১৫ মাসের ছোট হওয়া এমন কোন আহামরি বিষয় নয়। প্রেমিক হয়তো আপনার ছোট ভাইয়ের চাইতে ছোট, তবে সেটা মাত্র ১ মাসের। আমার মনে হয় এই ব্যাপারটিকে এত গুরুত্ব না দিয়ে নিজেরাই বাসায় পরিষ্কার করে বলে দিন। যেহেতু প্রেমিক সম্পর্ক খালাতো ভাই, তাই হয়তো পরিবার মেনে নেবে। আবার হিতে বিপরীতও হতে পারে। হয়তো খালাতো ভাই বলেই পরিবার মানতে চাইবে না।
সেক্ষেত্রে আপু, আমার মনে হয় আপনারা দুজনেই ম্যাচিউর, নিজেরাই একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন। যেহেতু দুজনে আত্মীয়, তাই নিজেরা বিয়ে করলে দুই পরিবারের কেউই বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারবে না। একসময় মেনে নেবেই। চিন্তা করবেন না, ১৫ মাস খুব বড় ব্যবধান না।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন