বুধবার

বয়সের অনুপাতে মিলন সংখ্যা কতবার হওয়া উচিত?

বয়সের অনুপাতে মিলন সংখ্যা

একটা জিনি খেয়াল করে দেকবেন আপনার ছোট বেরার রুচির সাথে এখনকার রুচির কি বিন্দুমাত্র মিল আছে? নাই থাকার কথা ও না।জীবনের প্রত্যেকটা স্তরে এমন বৈচিত্র।কারণ মানুষ বয়সের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয়। ঠিক যৌন জীবনেও এর প্রভাব রয়েছে। বিভিন্ন যৌন বিজ্ঞানীর বক্তব্য, বয়সের সাথে সাথে মিলন ইচ্ছা স্তিমিত হয়ে আসে। তবে ডঃ কিনসী এ ব্যাপারে বহু গবেষনা করে বিবাহিত ও বয়ঃপ্রাপ্ত পুরুষ-নারীর মিলন সংখ্যা নিয়ে একটি রিপোর্ট লিখেছেন। তা হলোঃ
১. ২০ বছর সপ্তাহে ১৪ বার।
২. ২১-২৬ বছর সপ্তাহে ১২ বার।
৩. ২৬-৩২ বছর সপ্তাহে ১০ বার।
৪. ৩২-৩৮ বছর সপ্তাহে ৮ বার।
৫. ৩৮-৪৫ বছর সপ্তাহে ৭ বার।
৬. ৪৫-৫১ বছর সপ্তাহে ৫ বার।
৭. ৫১-৬০ বছর সপ্তাহে ৩ বার।
৮. ৬০+ বছর সপ্তাহে ১ বার বা সম্পুর্ন বন্ধ ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন