আমার বয়স ২৩ বছর। কিছু দিন পূর্বে প্রথম যৌন মিলন করি। তাও আবার দু’জনের মতামতের উপর ভিত্তি করে। তার খুব ইচ্ছা ছিল সে জন্য। আমি মিলন করার পূর্বে যৌন উত্তেজনা ঔষুধ খাই এবং বেশ সময় নিয়ে তার সাথে মিলন করি। এখন প্রশ্ন হচ্ছে এতে কি কোন ক্ষতি হতে পারে কি না। আবার কখনও মিলন করার সময় কি ওষধ খেতে পারব? আর এতে ভবিষ্যতে কি কোন ক্ষতি হতে পারে কি না। সে অনেক রোমান্টিক এবং মাঝে মাঝে টিভিতে যে একটি চ্যানেল আছে সেটা দেখে। আর এ থেকে তার ভিতর একটু রোমাঞ্চ বেশী। আমি চিন্তা করি যখন ঐসব ছবি দেখছে। এখন আমি যদি তাকে ঐরকম ভাবে না করি তবে হয়ত বা সে আরো কৌতুহলী হয়ে পড়তে পারে। সার্বিক দিকে বিবেচনা করে যদি একটি সুন্দর পরামর্শ দেন তবে চির কৃতজ্ঞ থাকব।
সমাধান
যৌন উত্তেজক ওষুধ খেলে পরবর্তীতে এসব ওষুধ ছাড়া আপনি মিলন করতে পারবেন না। এবং আপনি সক্ষমতা হারাবেন। তাই এখনই এসব ওষুধ ত্যাগ করুন। বিভিন্ন পর্ণ মুভিতে যা দেখায় টা বাস্তব বিবর্জিত। আপনার স্ত্রীকে বোঝাতে হবে সাধারন ভাবে যেটুকু থাকবে সেটাই প্রকৃত অবস্থা। এটা মেনেই চলতে হবে।
অ্যালোপ্যাথি বা হারবাল যৌন উত্তেজক ওষুধ খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবং নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। আমাদের সকলেরই জেনে রাখা ভাল যে, ফিটনেস ব্যায়ামের মাধ্যমেই শরীরটাকে ফিট রাখা যায় এবং কাঙিক্ষত ক্ষেত্রে প্রয়োজনীয় রক্ত প্রবাহ তৈরি হয়ে বেশ আশানুরূপ ফলাফল পাওয়া যায়। ব্যায়াম যে শুধু শরীর গঠনে সহায়ক তাই নয়, ব্যায়ামে রক্তনালীতে চর্বি জমতে দেয় না। ফলে হার্টের রক্তনালীতে ব্লক সৃষ্টির ঝুঁকি কম থাকে এবং সেই সাথে যৌন স্বাস্থ্যও ভাল রাখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন