কনডম বা কন্ডোম (ইংরেজি: Condom) প্রধানত যৌনসংগমকালে ব্যবহৃত এক প্রকার জন্মনিরোধক বস্তু। এটি মূলত গর্ভাধান ও গনোরিয়া, সিফিলিস ও এইচআইভি-এর মতো যৌনরোগের প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়। এটি পুরুষদের উত্থিত পুরুষাঙ্গে পরানো হয়। রেতঃস্খলনের পর কনডম যৌনসঙ্গীর শরীরে বীর্য প্রবেশে বাধা দেয়। কনডম জলাভেদ্য, স্থিতিস্থাপক ও টেকসই বলে একে অন্যান্য কাজেও লাগানো যায়। বীর্যহীনতা চিকিৎসায় ব্যবহারের জন্য কনডমের মধ্যে করে বীর্য সংগ্রহ করা হয়। জলাভেদ্য মাইক্রোফোন তৈরি ও রাইফেলের ব্যারেল নোংরা পচা বস্তু দ্বারা বুজে যাওয়া আটকাতেও কনডম ব্যবহৃত হয়।
উত্তরঃ কারো কারো কনডম ব্যবহারে অতৃপ্তি লাগতে পারে। প্রথম প্রথম অনভ্যাসের কারণে অতৃপ্তি মনে হলেও ধৈর্য ধরে ব্যবহার করলে দেখা যায় Condom ব্যবহারে আর অতৃপ্তি লাগে না বরং আরো বেশী তৃপ্তি পাওয়া যায়।
খাবার বড়ি (Emergency contraception Pills) ব্যবহারের প্রথম দিকে কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া (অসুবিধা)হতে পারে। তবে আস্তে আস্তে এগুলো কমে যায়। কোন পদ্ধতি ব্যবহারে অসুবিধা হলে স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের সাথে পরামর্শ করে অন্য যে-কোন পদ্ধতি ব্যবহার করা যায়।- স্বামী স্ত্রীর মধুর মিলন্
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন