যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে রোববার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদ উপলক্ষে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি উষ্ণ অভিনন্দন এবং ঈদ মুবারক জানিয়েছেন।
২৪ জুন শনিবার হোয়াইট হাউজ থেকে প্রেরিত এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার জনসাধারণের পক্ষ থেকে আমি এবং আমার স্ত্রী মেলানিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি জানাচ্ছি ঈদ মুবারক। পবিত্র রমজান উপলক্ষে আমেরিকান মুসলমানরাও সারাবিশ্বের মুসলমানদের সাথে মিলিত হয়ে ধর্মীয় বিশ্বাস এবং সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত হয়েছিলেন। এক মাসের সিয়াম সাধনা শেষে এখন তারা পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে খুশীর ঈদ উদযাপন করবেন। ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তারা নিকট প্রতিবেশীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের খাবার গ্রহণ করবেন।’
ট্রাম্প বলেন, ‘এই রমজানের সময়, সকলেই ক্ষমা, সংযম এবং অপরের শুভচিন্তায় বিভোর ছিলেন। সারাবিশ্বের মুসলমানদের মত আমরাও এই মূল্যবোধ সমুন্নত রাখার সংকল্প ব্যক্ত করছি। ঈদ মুবারক।’ -খালিজ টাইমস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন