শনিবার

মা’কে বাঁচাতে ঢাবি ছাত্রের আকুতি, প্রয়োজন ২০ লক্ষ টাকা

ঢাবি প্রতিবেদক, বাংলাদেশ সময়: গর্ভধারিণী মা’কে বাঁচাতে  সবার কাছে  সহযোগিতার আকুতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের   ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ আবেদিন।

মায়া ভড়া কণ্ঠে তিনি বলেন,‘মাত্র  ২০ লক্ষ টাকার জন্য কি মারা যাবে আমার মা ? আমি নিম্ন-মধ্যবিত্ত ঘরের সন্তান, সারাজীবন টিউশনী করে নিজের পড়ালেখার খরচ নিজেই চালিয়েছি। আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার মা। কেননা আমার বাবা নিজেও একজন ক্যান্সারের রোগী। আমার সেই সংগ্রামী মা আজ মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত,জটিল HER2(+++) ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। অশ্রুসিক্ত নয়নে কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ আবেদিন।

বাংলাদেশ সময়কে তিনি আরও জানান,‘ পুরো পরিবার এখন সেই চিন্তায় মূহ্যমান। মা’কে হেল্প করার মতো তেমন কেউ নেই। ডাক্তার বলেছে অতি দ্রুত থেরাপি দেয়া না গেলে মায়ের সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়বে। কথাটি বলতে বলতেই চোখ ভিজে গেল তার। রুমাল দিয়ে  চোখ মোছলেন। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। সেই সাথে সমাজের সামর্থ্যবানদের নিকট মানুষদের কাছে হাত পেতেছেন। শুধু মা’কে বাঁচাতে  নাওয়া-খাওয়া- ঘুম কিছুেই ঠিকমত হচ্ছে না জাহিদের। বিডি টোয়েন্টিফোর টাইমস এর মাধ্যমে তিনি দেশের মানুষের কাছে সাহায্য চেয়েছেন।

যারা সহযোগিতা করতে  চান :

বিকাশঃ 01717831447 (পারসোনাল)

ডাচ-বাংলা (রকেট): 01746176389

সোনালি ব্যাংক :  5106001014080

যোগাযোগ :  01746176389

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন