দেশের ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আহ্বান জানিয়ে থাকেন। সেই আহ্বানে দেশের অনেকেই সাড়া দেন। কিন্তু তাই বলে কোনো প্রেসিডেন্ট কি নগ্ন হওয়ার আহ্বান জানাবেন? আবার সেই আহ্বানে কি এত সহজে কেউ সাড়া দেবে? সাড়া না দেওয়ারই কথা। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছে বেলারুশে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট আলেকজান্দ্রার লুকাশেনকো সম্প্রতি এক ভাষণে নাগরিকদের পোশাক খুলে ফেলতে এবং ঘাম না ঝরা পর্যন্ত কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি জাতীয় অর্থনীতিতে প্রযুক্তির গুরুত্বের কথা তুলে ধরেন।


বিবিসি জানিয়েছে, এই হ্যাশট্যাগটি পূর্ব ইউরোপসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
মেইল অনলাইনের তথ্যানুযায়ী, প্রেসিডেন্ট আলেকজান্দ্রার আশা করেননি যে, নাগরিকরা তাঁর উপদেশ আস্থার সঙ্গে পালন করবে। রাশিয়ার পথ অনুসরণ করে ‘নিজেদের বিকশিত’ করতেই তিনি এই আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন