সোমবার

প্রশ্নঃ মেয়েদের যোনির স্বাভাবিক গভীরতা কত?


প্রশ্নঃ মেয়েদের যোনির স্বাভাবিক গভীরতা কত? যোনির মধ্যে যে পুরুষাঙ্গ প্রবেশ করে তার আকারের উপর নির্ভর করে যোনির আকারও কি পরিবর্তিত হয়?
উত্তরঃ মেয়েদের যোনি একটি নলাকার অঙ্গ যা স্বাভাবিক বিশ্রামরত অবস্থায় প্রায় ৩-৪ ইঞ্চি লম্বা। এর পেশীর নমনীয়তার উপর গভীরতা নির্ভর করে। যোনি অঙ্গের স্থিতিস্থাপক দেওয়ালগুলি একটি ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এর সংকোচন প্রসারণ ক্ষমতা খুব বেশি। এই কারণেই একটি অল্পবয়স্কা মেয়ের যোনি খুব সংকীর্ণ হলেও একজন বয়স্ক পুরুষের লিঙ্গকে সামান্য চাপেই ধারণ করতে পারে।-বিভাগঃ সেক্স

1 টি মন্তব্য:

  1. অত্যান্ত সুন্দর একটি তথ্য। যৌন জ্ঞান অর্জন করতে এসব তথ্য জানা উচিত।

    উত্তরমুছুন