প্রেগন্যান্ট অবস্থায় বেবির ৬ মাস হলে মাথা ও পা পেটের কোনদিকে থাকে? বেবি খুব বেশি নড়াচড়া করলে কি সমস্যা হয়?
গর্ভের সন্তান নড়াচড়া করা একটি স্বাভাবিক ব্যপার। যেকোনো সুস্থ বাচ্চা পাঁচ মাসের পর থেকে জন্মের আগ পর্যন্ত পেটের মধ্যে নড়াচড়া করে থাকে এবং এসময় বাচ্চাদের অবস্থান থাকে ফ্লোটিং বা ভাসমান অবস্থায়। সাত মাসের পরে বাচ্চা একটি সুনির্দিষ্ট অবস্থান এ চলে আসে যা সাধারণত পরিবর্তন হয় না।
তারপর ও আপনার যদি জানার কিছু থাকে তাহলে একজন গাইনি বিশেষজ্ঞ ডাঃ এর সংগে যোগাযোগ করবেন। ধন্যবাদ পরামর্শ দিয়েছেন : সুলতানা পারভীন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পাবনা সদর ,পাবনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন