আমি আর আমার হাজবেন্ড একে অপরকে অনেক বেশি ভালবাসি এবং বিশ্বাস করি। আমাদের ছয় বছরের দাম্পত্য জীবনে এখন পর্যন্ত কোন সমস্যা নেই। আমাদের মধ্যে সেক্সুয়াল সম্পর্কও খুব ভাল এবং আমরা আমাদের সেক্সুয়াল সম্পর্কে বৈচিত্র আনতে খুব পছন্দ করি। সেক্স লাইফটাকে আরও ভাল করে উপভোগ করার উদ্দেশ্যে আমি আমার হাজবেন্ড এর সম্মতিতে আমার ভাসুরের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করি। কিন্তু আমার মানসিক দ্বিধার কারনে গত ৬ মাস যাবত আমরা মিলিত হইনি। কিন্তু এই ব্যপারে আমার হাজবেন্ড এর কোন দ্বিধা বা আপত্তি নেই। ধর্মীয়, সামাজিক দিক চিন্তা করে আমি কনফিউজড আবার মিলিত হব কিনা। কিন্তু শারিরিক আনন্দের কথা মনে হলেই উনার সাথে মিলিত হতে ইচ্ছা হয়।
এখন আমার প্রশ্ন হল, আমার হাজবেন্ড এর পূর্ণ সম্মতিতে এবং ১০০% গোপনীয়তা রক্ষা করে ভাসুরের সাথে শারীরিক সম্পর্ক করা কতটুকু ধর্মবিরোধী হবে। আমি চাই মাঝে মাঝে এই সম্পর্কে মিলিত হতে। আপনার মতামত জানিয়ে সাহায্য করবেন।
উত্তরঃ এককথায় নিজের দেহের + মনের আনন্দের খোরাক মিটাতে অনেকের সাথে মিলিত হওয়া কখনোই উচিত হবে না। আর এর থেকে ভালো কোন উত্তর আপনার ডক্টরের নিয়িমিত পাঠকদের কাছে থাকলে উনাকে দিয়ে সহোযোগিতা করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন