বিয়ের তিনবছর পর জানলাম বিয়ের আগে স্ত্রীর অন্য একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল। আমার সঙ্গে সে তখন প্রেম করতো, কিন্তু অন্যের সঙ্গে করতো শারীরিক সম্পর্ক। আমি এখন কী করবো? দয়া করে সঠিক সিদ্ধান্ত দিন।
দেখুন ভাই, প্রথমেই বলি মাথা গরম করা ঠিক হবে না। ৩ বছরের বিবাহিত সম্পর্ক, সময়টা একেবারেই ফেলনা নয়। তাছাড়া এই দুনিয়ায় এমন দুষ্টু লোকের অভাব নেই যারা কিনা একটা সংসার ভাঙার জন্য অমুকের সাথে শারীরিক সম্পর্ক করত সহ নানান রকম মিথ্যা রটনা রটিয়ে থাকে। তাই অন্যের কথা শুনেই মন খারাপ না করে আগে ভালো করে খোঁজ নিন যে ব্যাপারটা আসলেই সত্য কিনা।
অন্যের সাথে শারীরিক সম্পর্ক করতে বিষয়টা যদি সত্য হয়ে থাকে, তাহলে স্ত্রীর সাথে সরাসরি কথা বলুন। তাঁর কাছেই ব্যাখ্যা চান এহেন ঘৃণ্য আচরণের। সেইসাথে এটাই ভেবেচিন্তে দেখুন যে গত ৩ বছরে স্ত্রী আপনার সাথে অন্য কোন প্রতারণা করেছে কিনা। সবদিক ভেবেচিন্তে তবেই যদি মনে হয় যে আসলেই আপনি বিবাহ বিচ্ছেদ চান, তাহলে স্ত্রী ও পরিবার দুই পক্ষের সাথেই কথা বলুন। আর যদি মনে করেন শারীরিক সম্পর্ক করার বিষয়টা যেনে স্ত্রীকে ক্ষমা করতে পারবেন বা আরেকটি সুযোগ দিতে চান, তাহলে ব্যাপারটি ভিন্ন। তবে যাই করবেন, খুবই ঠাণ্ডা মাথায়।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন