সেক্স যৌনসঙ্গম, বা মৈথুন বা রতি; প্রধানত একটি পুরুষের জননাঙ্গ বা শিশ্ন সাধারণত উত্থিত অবস্থায়, যৌন উত্তেজনা লাভ বা প্রজনন অথবা উভয় উদ্দেশ্যে একটি নারীর জননাঙ্গ বা জরায়ুর মধ্যে সন্নিবেশ করা বা সঞ্চালন করাকে বোঝায়।[৩] যা যৌন সংসর্গ বা যৌন সহবাস হিসাবেও পরিচিত।অন্তর্ভেদী যৌনসঙ্গমের অন্যান্য রূপের মধ্যে রয়েছে পায়ুপথে শিশ্নের অনুপ্রবেশ (পায়ুকাম), মুখগহব্বরে শিশ্নের অনুপ্রবেশ বা নারী যৌনাঙ্গে মৌখিক অনুপ্রবেশ (মৌখিক সঙ্গম), আঙ্গুলের সাহায্যে যৌন অনুপ্রবেশ (অঙ্গুলিসঞ্চালন) এবং স্ট্রেপ-অন-কৃত্রিম শিশ্ন ব্যবহারের মাধ্যমে অনুপ্রবেশ।এই সকল কার্যক্রম মূলত মানবজাতি কর্তৃক দুই বা ততোধিকের মধ্যেকার শারীরিক ও মানসিক অন্তরঙ্গতা জনিত পরিতোষ লাভের জন্য এবং সাধারণত মানব বন্ধনে ভূমিকা রাখতে সম্পাদিত হয়ে থাকে।
প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে http://ift.tt/2jFM9OT আজকের প্রশ্নঃ আমার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করার পর নরিক্স পিল খাওয়াই। ১০ দিন পর মাসিক হয়। কিন্তু এখন ডেট পার হবার পর মাসিক হচ্ছে না। সে কি প্রেগনেন্ট হতে পারে?
আমার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করার পর নরিক্স পিল খাওয়াই। এর ১০ দিন পর তার মাসিক হয়। মাসিকের পর সেক্স করিনি। কিন্তু এখন ডেট পার হবার পর মাসিক হচ্ছে না। ডেট-এর ২০ দিন পার হয়ে গেল, এখনও মাসিক হয়নি। সে কি প্রেগনেন্ট হতে পারে?
ইমার্জেন্সি পিল (Emergency Contraception Pill) খাওয়ার পর , পরবর্তী মাসিক হবার সময় অনিয়মিত হতে পারে । এতে চিন্তিত হবার দরকার নেই । তবে ভালো হয় একজন গাইনোকলজিস্টের সাথে কনসাল্ট করলে অথবা বাসায় প্রেগনেন্সি টেস্ট আবারো করে নিলে । এতে করে একদম নিশ্চিন্ত থাকা যাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন