আমি ক্লাস ৮ থেকে মাস্টারবেসন করতাম। কিন্তু করার পরিমানটা বেশি হয়ে যাওয়ার কারনে আমার শরীরের উপর এটার একটা প্রভাব পড়ে। আমি সেটা যখন বুঝতে পারলাম ততোক্ষণে অনেক দেরি হইয়া গেছে। আমার চোখ বসে গেছে। চোখের নিচে কাল দাগ পড়ে গেছে। আমার বয়সের একটা ছেলের মধ্যে যে পরিমান এনার্জি থাকা দরকার তা নাই।
বলে রাখা ভাল আমি আগে প্রচুর পর্ণ দেখতাম কিন্তু আমি এইচ এস সি ২য় বর্ষতে যখন উঠলাম তখন বুঝতে পারি আমি আর আমি নাই। কারন মাস্টারবেসন এর জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমার আগের মত সৃতিশক্তিও নাই। এখন পড়া মুখস্ত করতে গেলে যে সময় লাগে সেই একই পড়া আগে মুখস্ত করতে এত সময় লাগতো না। গত ২ বছর যাবত আমি সব কিছু ছেড়ে দিয়েছি, মাস্টারবেসন করি না, পর্ণ দেখি না।কিন্তু ভাইয়া আমি সব ছেড়ে দিলেও এই পাপ আমার পিছু ছাড়ছে না।
এখন আমার প্রছুর পরিমান সপ্নদোষ হয়। আমি এটা কোন ভাবেই বন্ধ করতে পারছি না। আমি মরে যেতে রাজি আছি কিন্তু এটা আমি কাও কে শেয়ার করতে পারব না।
ভাইয়া বলে রাখা ভাল, এখন আর আগের মত ঘনত্ব নাই আমার বীর্যের। আমি একদম শেষ হয়ে গেছি। আমার এখন শুধু পাতলা পানির মত বীর্য বের হয়। আমি কিছুই বুঝতে পারছি না।
আমি এখন দেশের সনাম ধন্য একটা বিশ্ববিদ্যালয়ে আই বি এ তে পড়ছি। কিন্তু আমা দূর্বলতার কথা ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাচ্ছি। আমি কারোর সাথে মিশতেও পারি না। আমার মনে হয় মাঝে মাঝে আমি আমার রুমের ফ্যানের সাথে ঝুলে পড়ি। আমাকে বেচে থাকার একটা পথ দেখান। আমিতো সব কিছু ছেঁড়ে দিয়েছি সুস্থ জীবনে ফেরার জন্য কিন্তু আমাকে আমার পাপ কোন ভাবেই ছাড়ছে না । আমাকে বাচার মত একটা পথ দেখান। আমি দেখেছি আপনি অনেক সময় অনেক কে বিভিন্ন ওষুধও সাজেস্ট করেন। ভাইয়া আমাকে হেল্প করেন। আমি বাচতে চাই।
উত্তরঃ আপনি বীর্য ঘন করার উপায় সম্পর্কে পোষ্টটি পড়ুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন