বুধবার

আমি অন্যত্র থাকি, মাসে কেবল একবার স্ত্রীর সাথে মিলিত হই, এতেও কি গর্ভসঞ্চার হয়?

 

 

 

আমি অন্যত্র থাকি। মাসে কেবল একবার স্ত্রীর সাথে মিলিত হই। এতেও কি গর্ভসঞ্চার হয়? আমরা এখন সন্তান নিতে চাইনা। কি উপায়?

 

উঃ মাসে একবার সেক্স করলেও গর্ভসঞ্চার হতে পারে। তাই এখনই বাচ্চা না চাইলে কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন। সবথেকে সহজ উপায় কনডম ব্যবহার করা। এছাড়াও আপনার স্ত্রী নিয়মিত পিল খেতে পারেন। আপনার স্ত্রীর পিরিওড নিয়মিত হলে পিরিওডের রক্তক্ষরণ শুরু হবার দিন থেকে গুনে প্রথম সাতদিন ও ২১তম দিন থেকে পরের পিরিওড (Period) শুরু হবার দিন পর্যন্ত কনডম ছাড়াও সেক্স করতে পারেন। তাতেও গর্ভসঞ্চারের সম্ভাবনা খুব কম। বিভিন্ন জন্ম-নিয়ন্ত্রণ পদ্ধতি সম্মন্ধে বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে আমাদের লেখা এই পোস্ট দেখুন।
ক). জন্মনিয়ন্ত্রণের উপায়

 

 

ইতিমধ্যেই যদি আপনার স্ত্রী গর্ভবতী হয়ে থাকেন তবে আপনার সম্মুখে একটাই রাস্তা খোলা রয়েছে। তা হল গর্ভপাত। সেজন্য স্ত্রী-রোগবিশেষজ্ঞের সাথে কথা বলুন। গর্ভপাত সম্মন্ধে বিশদে জানতে এই পোস্ট দেখুন – গর্ভপাত। শুভেচ্ছা রইল।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন