আমি এবার h.s.c.exam দিতেছি । আজ আমার আব্বুকে নিয়ে কিছু বলব। তিনি কেন আমার সাথে এমন করেন বুঝিনা। যখন নিজের ভাল দিকta বোঝার khomota হয়েছে তখন থেকেই বুঝতে পারলাম বিনা কারনেই আমার সাথে এমন করে আব্বু। দিনে দিনে খারাপ আচরন বেড়েই চলেছে । আর akto ভূল পেলে তো কোন কথাই নেই। খুব খারাপ ভাষায় গালিগালাজ করে । আমার abbor কথা শুনে প্রতিবেশীরা বলে মেয়েকে কেউ এত খারাপ কথা বলে? পাশের বাসার মানুষের মুখে এসব কথা শুনে আমার বমি আসছে । মনে মনে ভাবি এই কি আমার বাবা?
শুধু কি তাই, এর আগে 4 বার আমার বই খাতা পুড়ে ফেলতে চেয়েছে । অনেক হাতে পায়ে ধরে বইগুলো বাচিয়েছি। পড়ালেখার খরচও দিতে চায় না । shamanno ভূল করলেই মারও দেয় আমাকে । মাঝে মাঝে যখন বকা দেয় তখন খারাপ কাজ করে খেতে বলে ,garments এ চাকরি করতে বলে,ভিক্ষা করতে বলে ইত্যাদি । মাঝে মাঝে দামি কোন জিনিসের আবদার করলে বকা দেয় ।দেয়ও না ।ভূলে যদি আমার কাছ থেকে কোন কিছু অপচয় হয় তখনও বোকা দেয় । protibad করলে আরো বেশি মার ,বোকা খেতে হয় ।গত 4 বছরে কয়েক বার ঘার ধরে বাসা থেকে বের করে দিয়েছে ।কয়েকবার বের করে দেবার পরেও বাসায় ফিরে এসেছি আবার কয়েক বার বের হয়ে সোজা নানার বাসায় থেকেছি সাথে আমার মাও ছিল ।আমার abbo মাঝে মাঝে এমন কাজ করে সমাজের মানুষের সামনে মুখ দেখাতে আমাদের lojja করে।আর সারা দিন চিললা চিললি করে । কেন তিনি আমাদের সাথে এমন করে জানিনা । জানতে চাইলে বলে তোদের ভালর জ্ন্য। এই কথাta আমি মানতে পারি না কিছু বলতেও পারি না,আবার সইতেও পারি না ।এখন আমি কী করব বুঝতে পারছি না ।
ডক্টরঃ নিয়মিত পাঠকদের কাছে ভালো কোন পরামর্শ থাকলে প্রশ্নকর্তাকে দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন