বুধবার

জোড়করে একটু চাপ দেয়াতে কিছুটা ভিতরে ঢুকল, দেখলাম কিছুটা ব্লাড বের হল…..

 

 

অামি বিয়ে করছি গত ৬/৬/১৬ তে, অামার wife ডিগ্রি ফাস্ট ইয়ার এ পড়ে। দু ফেমিলির সম্মতিতে অামাদের বিয়ে হয়।অামাদের বিয়ের ২য় দিনে বাসর হয়। অামাদের বাসরঘরে দেয়া হল। কিন্তু সেদিন অামাদের মধ্যে কিছুই হয়নি।কারন সে বলল অাজ অামার অনেক ঘুম অাসছে কালকে হবে। তো অামি চাচ্ছিলাম দুজনের সম্মতি ক্রমে সম্পর্ক হোক। তাই আর কিছু বলিনি।
যাই হোক সে রাত একরকম কেটে গেল।কিন্তু তারপরদিন রাতে ঘটল আরেক কাহিনী। সে বলল আজকে থাক এসব অামি অনেক ভয় পাই। তো অামি অনেক বুঝানোর চেষ্টা করতেছি এতে ভয়ের কিছু নেই। ও কিছুতেই বুঝেনা। তারপরদিন অনেক কস্টে ওকে রাজি করালাম। একটু চাপ দিতেই সে চিতকার দিয়ে উঠে। ঢুকাতেই দেয়না। জোড়করে একটু চাপ দেয়াতে কিছুটা ভিতরে ঢুকল। তার সে কি চিল্লাচিল্লি। দেখলাম কিছুটা ব্লাড বের হল। তারপর থেকে সে আরো ভয় পেয়ে গেল। আরো করতে দেয়না।
অাজ ১৪ দিন হল অামাদের বিয়ে হয়েছে।।।।।অামার নিজেকে কনট্রল করতে অনেক কষ্ট হচ্ছে।।।সে বুঝতে পারছে সে যেটা করছে এটা ঠিকনা। অামি অনেক জেল ব্যাবহার করছি but কোন কাজ হয়নি। সে এখন অনেক মন খারাপ করে, কেন সে পারছেনা,,,,সবাই পারে সে কেন পারেনা,,,,,তা ভেবে অনেক কাঁদে।।তার কান্না দেখে অামিও কষ্ট পাই। সেজন্য জোর করতে পারি না। এ ভাবে তো চলবেনা।।বিবাহিত হিসেবে আমরা সেক্স করব এটাই স্বাভাবিক, নয়ত বিয়ে করে লাভ কি? কি করব ভেবে পাচ্ছি না।।।।।।।। প্লিজ আমাকে হেল্প করেন।

 

নিয়মিত পাঠকদের কাছে ভালো কোন পরামর্শ থাকলে প্রশ্নকর্তাকে দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন