শনিবার

সন্তান ছেলে না মেয়ে বলে দেবে মায়ের রক্তচাপ

সন্তান

 

ভবিষ্যৎ সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা মায়ের রক্তচাপ থেকেই অনুমান করা সম্ভব বলে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে।

 

সহজ পরিক্ষায় জেনে নিন সন্তান ছেলে হবে না মেয়ে

 

গবেষকরা বলেন, গর্ভধারণের আগে যেসব নারীর রক্তচাপ কম থাকে বেশিরভাগ ক্ষেত্রে তারা কন্যা সন্তান জন্ম দেয় বলে তাদের গবেষণায় উঠে এসেছে।

ভারতীয় গবেষক রবি রত্নাকরণের নেতৃত্বে কানাডার মাউন্ট সিনাই হাসপাতালের গবেষকদল এ গবেষণা করেন।

 

সন্তান হওয়ার ৪০ দিনের মধ্যে আবার গর্ভধারণ করতে চাই, সহবাসের সঠিক সময় কোনটি?

প্রধান গবেষক রত্নাকরন বলেন, নারীদের উচ্চ রক্তচাপ তার গর্ভের সন্তান ছেলে হওয়ার ইঙ্গিত দেয়। একইভাবে নিম্ন রক্তচাপ থাকলে ভবিষ্যতে কন্যা সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা বাড়ে বলে আমাদের গবেষণায় বেরিয়ে এসেছে।

“এই গবেষণা এটাই বলছে, গর্ভধারণের আগে নারীদের রক্তচাপ ভবিষ্যতে তার পুত্র বা কন্যা সন্তান জন্মদানের সঙ্গে সম্পর্কিত।”
“দারুণ এই আবিষ্কার উভয় ধরনের প্রজনন পরিকল্পনার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে।”

২০০৯ সালের ফেব্রুয়ারিতে গবেষকরা এ গবেষণা শুরু করেন। চীনের লিউয়াংয়ে ৩৩৭৫ নারী গবেষণায় অংশ নেন।

আমেরিকান জার্নাল অব হাইপারটেনশনে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন