আমার স্বামী ওর কলিগের সঙ্গে সম্পর্ক করে। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমার কী করা উচিত? আমি এ নিয়ে সরাসরি ওকে জিজ্ঞাসা করেছি। ও স্বীকার করে না। আমি বুঝতে পারি- ও আমাকে মিথ্যা বলে। আমি খুব কষ্ট পাই। আমার কী করা উচিত?
আপু, সম্পর্ক করে বলতে আপনি কী বোঝাতে চাইছেন? উনাদের মাঝে পরকীয়ার সম্পর্ক আছে? নাকি সেক্সুয়াল সম্পর্ক আছে? আর ব্যাপারটা আপনি জানছেন কীভাবে? এটা কি শুধুই সন্দেহ, নাকি আপনার কাছে তথ্য প্রমাণ আছে?
আপনার চিঠি পড়ে মনে হচ্ছে এটা এখনো জাস্ট আপনার সন্দেহ। ইন দিস কেস, আগে তথ্য প্রমাণ সংগ্রহ করুন। আসলেই স্বামী কলিগের সাথে কোন সম্পর্কে জড়িত কিনা সেটা যাচাই করে দেখুন। উত্তর হ্যাঁ হলে তথ্য প্রমাণ সহ স্বামীকে হাতে নাতে ধরুন, তাঁকে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করুন। এতেও কাজ না হলে শ্বশুরবাড়ির সাহায্য নিন, তাঁদেরকে প্রমাণ দেখান। তবে আপু, এটা মনে রাখবেন যে কেউ আপনাকে ভুলে একটি পরকীয়া করতে পারলে দশটিও করতে পারবে।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন